রাজধানী শহরের ২৫ কিলোমিটার দক্ষিনে বিক্রমপুরের শ্রীনগর থানার সর্ব পূর্বদিকে অবস্থিত বীরতারা ইউনিয়ন। শ্রীনগর-সিরাজদিখান উপজেলার সংযোগ রাস্তাটি ষোলঘর বাসস্ট্যাড হইয়া ইউনিয়নের উপর দিয়া প্রসারিত। বর্তমান সরকারের আমলে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধনের ফলে জনসাধারণের জীবন মানের প্রভূত উন্নতি সাধিত হইয়াছে। শিক্ষ, সংস্কৃতি, কৃষি, ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে ইউনিয়নটি ঈর্শ্বনীয় অবস্থানে রহিয়াছে।
ইউনিয়নের নাম : বীরতারা ইউনিয়ন। (কোড নং ৩৩)
থানা : শ্রীনগর। (কোড নং ৮৪)
জেলা : মুন্সিগঞ্জ। ( কোড নং ৫৯)
১। ভূমিকা :
(ক) ইউনিয়নের সীমানা : পূর্বে কোলা ইউপি, পশ্চিমে-ঘোলঘর ইউপি, দক্ষিণে-আটপাড়া ইউপি, উত্তরে- হাঁসাড়া ইউপি।
(খ) স্থাপনকাল : 1971 খ্রি:
(গ) জেলা/থানা থেকে যোগাযোগ ব্যবস্থা : পাঁকা সড়ক (জিপযোগে)
১.২। ইউনিয়ন পরিষদ পরিচিতিঃ
(ক) আয়তন : ১২,১৪৭০ বর্গ কিলোমিটার।
(খ) লোক সংখ্যা : ১৪,৯৯৪ জন।
(গ) গ্রামের সংখ্যা : ১০ টি।
(ঘ) মৌজার সংখ্যা : ০৮ টি।
(ঙ) হাট/বাজার সংখ্যা : ০১ টি।
(চ) পোষ্ট অফিস : ০১ টি। (কোড নং ১৫৪১)।
(ছ) শিক্ষার হার : ৫৫ % (২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী)।
(জ) রাস্তা ও সড়কের পরিমান
(ক) পাকা : ৭.৫০ কি,মি
(খ) এইচ,বি,বি :
(গ) কাঁচা :৯.৫০ কিমি
(ঘ) খোয়ার ও ফেরিঘাটের সংখ্যা :নাই
(ঙ) নলকূপের সংখ্যা
(১) গভীর ( মোট ) : নাই
(২) অগভীর : ৮১৫ টি
(৪) সুপার তারা : নাই
(৫) পাওয়ার টিলার : ২২টি
(৬) তারা পাম্প : নাই।
ইটের ভাটা : নেই।
প্রান্তিক চাষী : ৬৫০ জন
বড় চাষী : ০৫ জন
মাঝারী চাষী : ২২০ জন
ক্ষুদ্র চাষী : ৪৪০ জন
ভূমিহীন চাষী :১৫০ জন
(ট) জমির পরিমান ( হেক্টরে ) : ৬৭৫ হে:
(১) এক ফসলী : ১৪৫ হে:
(২) দু ফসলী : ৯৯০ হে:
(৩) তিন ফসলী : ০৪৫ হে:
(৪) তিনের অধিক : নাই
(৫) আবাদ যোগ্য পতিত জমি :
(৬) মোট পতিত জমি ( অকৃষি জমি) : ০৭ হে:
(৭) বৃক্ষ রোপন মোট : ১৮৫০ টি।
আইসক্রিম ফ্যাক্টরি : ০১ টি
রাইসমিল : ০২ টি
স্ব-মিল : ০১ টি
ফার্মেসী/ঔষধ বিক্রেতা : ১০ জন
২.০। প্রশাসন সংক্রান্ত :
ক্রমিক নং | ইউপি চেয়ারম্যানের নাম | কার্যকাল | চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবার পূবে কি ধরণের পেশায় নিযুক্ত ছিলেন। |
০১) | মো: জালাল উদ্দীন মিয়া | ০১-০৮-২০১১ খ্রি: | শিক্ষাকতা |
২.১। ইউপি ভবন / ঘরের বিবরণ : ১৫ কক্ষ বিশিষ্ট ভবন।
ক) | খতিয়ান / দাগ নম্বর | খতিয়ান নং ১৪৬ দাগ নং ২০০/২১৮ |
খ) | অফিস আঙ্গিনায় জমির পরিমান | ৫০.০০ একর |
গ) | আর কোন সম্পত্তি / জমি আছে কিনা | নাই |
ঘ) | ইউপি কার্যালয়ের প্রকৃতি ও কক্ষ সংখ্যা | ১৫ টি |
ঙ) | নির্মাণ/ মেরামতের তারিখ | ০৬/০২/২০১০ ইং |
২.২। বর্তমান পরিষদের বিবরণ:
(ক) নির্বাচনের তারিখ : ০৪-০৬-২০১১ খ্রি:
(খ) শপথ গ্রহনের তারিখ : ২৫-০৭-২০১১ খ্রি:
(গ) প্রথম সভার তারিখ : ০১-০৮-২০১১ খ্রি:
(ঘ) মেয়াদ উত্তীর্ণের তারিখ : ৩০-০৭-২০১৬ খ্রি:
ইউনিয়নপরিষদজনবল–
১) নির্বাচিত পরিষদ সদস্য– ১২ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯জন।
(ঙ) পরিবার পরিকল্পনা কার্যক্রম :
সন | সক্ষম দম্পতির সংখ্যা (৯ টি ওয়ার্ডে) | পরিবার পরিকল্পনা গ্রহনকারী দম্পত্তির সংখ্যা | |
স্থায়ী দম্পত্তি | অস্থায়ী দম্পত্তি | ||
২০১১ | ১৫০৭ জন | ৩৮ জন | ১০৯ জন |
(চ) ইউ,পি, আই কর্মসূচী :
বিগত সালে ইউ,পি,আই কর্মসূচির অধীনে গৃহীত শিশুর সংখ্যা | চলতি সালে ইউ,পি,আই কর্মসূচীর অধীনে টিকাদানের জন্য | |
(ক) গ্রহণযোগ্য শিশুর সংখ্যা | (খ) গৃহীত শিশুর সংখ্যা/ | |
| বিমিজি-২১৪ জন, পেন্টা-১-২-৩ ২১৫-২২৬-২২১ হাম-২২২ জন |
|
(ছ) স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার:
ইউনিয়নের মোট পায়খানার সংখ্যা | গত সাল পর্যন্ত স্থাপিত পায়খানার সংখ্যা | চলতি সালে স্থাপিত পায়খানার সংখ্যা (পরিদর্শনের তারিখ পর্যন্ত) | ||||||
১ নং ওয়ার্ড | ২ নং ওয়ার্ড | ৩ নং ওয়ার্ড | ১ নং ওয়ার্ড | ২ নং ওয়ার্ড | ৩ নং ওয়ার্ড | ১ নং ওয়ার্ড | ২ নং ওয়ার্ড | ৩ নং ওয়ার্ড |
৬৭২ | ৮৮০ | ৯৩২ | ১১ টি | ১৮ টি | ২১ টি | ০৭ টি | ১১ টি | ১৪ টি |
মোট - ২,৪৮৪ টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস